গোবিন্দ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসাবে বিপ্লব বিজয় তালুকদারের পদোন্নতি করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) এক আদেশে তাকে এখানে পদায়ন করা হয়। বিপ্লব বিজয় তালুকদারের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইতিহাস ঐতিহ্যে ভরপুর ঐতিহ্যবাহী গাবী গ্রামের কৃতি সন্তান, তিনি সুনামগঞ্জ বাসীর গর্ব। ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২ মে পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান।
১৯/এ, নয়া পল্টন, ঢাকা, মোবাঃ ০১৮৮৬ ১১৭৭২৭
সর্বস্বত্ত সংরক্ষিত: www.peoplevoicebd.com