জগন্নাথপুরের পল্লী থেকে ৩ টি (ডেকা) গরু চুরি- থানায় অভিযোগ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুরের পল্লী থেকে ৩ টি (ডেকা) গরু চুরি- থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের রফু মিয়ার ছেলে মোজাক্কির
হোসেনের গোয়াল ঘর থেকে ৩ টি ডেকা গরু চুরি হয়েছে। গতকাল ১৯ ফেব্রুয়ারী রাত অনুমানিক
১১ ঘটিকার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাক্কির ভুক্তভোগী মোজাক্কির হোসেন জগন্নাথপুর
থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন- তার পূর্ব
দিকের গোয়াল ঘরে ভিতর ৪টি গরু প্রতিদিনেরমত বান্দিয়া গোয়াল ঘরের দরজা তালা বন্ধ করিয়া রাখি। ঘটনার তারিখ সময় অর্থাৎ
১৯/০২/২০২৪ইং তারিখ
দিবাগত রাত অনুমান ১১:০০ ঘটিকার
পর যেকোন সময় ২০/০২/২০২৪ইং
অজ্ঞাতনামা চোর বা চোরারা গোয়াল
ঘরের দরজার তালার হুক কাটিয়া কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করিয়া ভিতরে থাকা গরু ৩টি চুরি করিয়া নিয়া যায়। পরদিন অর্থাৎ ২০/০২/২০২৪ইং
তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার
সময় আমি ঘুম হইতে উঠিয়া দেখিতে পাই যে, অজ্ঞাতনামা চোরারা আমার গরু ৩টি চুরি করিয়া নিয়া গিয়াছে। পরে আমি সহ স্বাক্ষীগণ আশপাশের
এলাকা খোঁজ খবর নিয়া গরু ৩টির কোনরুপ সন্ধান পাই নাই। আমাদের খোঁজাখুজি অব্যহত আছে চুরি যাওয়া
গরু ৩টির বর্ননা

১।
১টি ডেকা গরু, উচ্চতা ফুট, গায়ের
রংকালো, নেরা লাল মিশ্রিত, শিং৪ইঞ্চি লম্বা সোজা, মূল্য৮০,০০০/-টাকা
হইবে। ২। ১টি ডেকা
গরু, উচ্চতা৪ফুট, গায়ের রংকালো, নেরা
লাল মিশ্রিত, শিং৩ইঞ্চি সোজা, মূল্য৬৫,০০০/-টাকা
হইবে। ৩। ১টি ডেকা
গরু, উচ্চতা৪ফুট, গায়ের রংকালো, শিং
নাই, মূল্য৬০,০০০/-টাকা
হইবে।

জগন্নাথপুর
থানা ওসি আমিনুল ইসলাম বলেন- অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।