সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লীতে ধারের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে।জানা যায় গত ১৪ এপ্রিল রোববার বিকেলে ধারের ১৩শ টাকা নিয়ে গ্রামের চন্দন দাস ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে করুনা দাস, অঞ্জন দাস, কাঞ্চন দাস, অমরী রাণী দাস, কাকলী রাণী দাস, সূর্য্য দাস, অসীম দাস, শিল্পী রাণী দাস, শিলু রাণী দাস, লাভলী রাণী দাস সহ কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ হান্নান মিয়া, আলী আহমদ, খলিল মিয়া, নুরুল মিয়া, বদরুল মিয়া, মারুফ আহমদ ও কাদির মিয়া সহ ৭ জনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন জানান, গ্রেফতারকৃতদের ১৫ এপ্রিল সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।