সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মাদক সম্রাট মোঃ জালাল মিয়া (৩৩) ও মোঃ সুজন মিয়া (৩১)কে অর্ধ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ আটক করেছে থানা পুলিশ।
আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) গ্রাম থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
এসময় তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ও একটি প্লাস্টিকের বেগের ভিতরে থাকা ভারতীয় ৫১ বোতল মদ উদ্ধার করে।
আটককৃত দুই মাদক কারবারি জালাল মিয়া বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) আব্দুল খালেক ছেলে ও ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের রইছি মিয়ার ছেলে সুজন মিয়া।
মঙ্গলবার সকালে পুলিশ বাদি হয়ে দুই মাদক কারবারির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের পর সুনামগঞ্জ কোর্ট হাজতের মধ্যে জেল কারাগারে প্রেরণ করে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ভারতীয় একটি মাদক চালান এনে সম্রাট জালাল মিয়ার বসত বাড়িতে ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামের নেতৃত্বে এ এস আই নাজিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ভোর রাতে মাদক সম্রাট জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি প্লাস্টিকের বস্তা ও একটি প্লাস্টিকের বেগে ভর্তি ৫১ ভারতীয় মদের বোতল সহ মাদক কারবারি জালাল মিয়া ও সুজন মিয়াকে আটক করে। পরে তাদের হাতে থাকা বস্তা ও ব্যাগে তল্লাশি করে ভারতীয় MOMENTS GRAIN VODKA-৩২ টি (৩৭৫এমএল) কাঁচের বোতলে, ভারতীয় McDowells No-1 RESERVE WHISKY ORGINAL FOR SALE IN MEGHALAYA ONLY-০৫ (পাঁচ) বোতল ৩৭৫এমএল কাঁচের বোতল ও ভারতীয় AC BLACK-১৪ টি ৩৭৫ এমএল কাচের মদের বোতল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। এবং আজ সকালে আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানা মামলা দায়ের পর সুনামগঞ্জ জেল কারাগে প্রেরণ করা হয়েছে।
১৯/এ, নয়া পল্টন, ঢাকা, মোবাঃ ০১৮৮৬ ১১৭৭২৭
সর্বস্বত্ত সংরক্ষিত: www.peoplevoicebd.com