স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের নিয়ে পেশাজীবি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২০ এপ্রিল শনিবার রাত ৮ টায় কেশবপুরস্থ পেশাজীবি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তরুণ সমাজ সেবক এডভোকেট মোঃ ইয়াসিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ লুৎফুর রহমান। আরো উপস্থিত ছিলেন- জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: ওয়ালী উল্লাহ, হবিবপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল মছব্বির, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বেলাল আহমেদ, ব্যবসায়ী জালাল আহমেদ, ব্যবসায়ী আখলাকুর রহমান আখলাক, সহ আরো অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে- জগন্নাথপুর পেশাজীবি সংগঠনের সভাপতি হিসেবে জগন্নাথপুর বাজারের সাবেক ব্যবসায়ী ও সামাজিক ব্যাক্তিত্ব মো: কবির উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আহমেদ মনি, সহ সম্পাদক মিনিবাস মালিক শ্রমিক শামছুল আবেদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন এনাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান জিলু, সমাজ সেবা বিষয়ক সম্পাদক বেলাল খান, HRD সম্পাদক ডা: মোফাজ্জল হোসেন পিয়াস সহ, সদস্য হিসেবে আরো বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- শাহজালাল জামেয়া দ্বীনিয়া শিক্ষক মাওলানা আলী আহমেদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন- হবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোছাব্বির হোসাইন।
১৯/এ, নয়া পল্টন, ঢাকা, মোবাঃ ০১৮৮৬ ১১৭৭২৭
সর্বস্বত্ত সংরক্ষিত: www.peoplevoicebd.com