তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৩ জন প্রার্থী
আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তথ্যগুলো নিশ্চিত করেছেন সহ রিটার্নিং কর্মকর্তা সালমা পারভীন,উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানায়, তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামী সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আলহাজ্ব আবুল হোসেন খান,আওয়ামিলীগের সহ সভাপতি আলী মর্তুজা, বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,লন্ডন প্রবাসী মিঠু রঞ্জন পাল,
উপজেলা ভাইস-আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষকলীগ সভাপতি,জিল্লুর রহমান, সুনামগঞ্জ হিজরা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আবু সাঈদ (স্বর্ণালী হিজড়া)।
মহিলা ভাইস-চেয়ারম্যান বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খালেদা বেগম,উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, আইরিন আক্তার, সুষমা জাম্মিল।
সহ রিটানিং কর্মকর্তা সালমা পারভীন বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উভয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ০২ মে ও ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।
১৯/এ, নয়া পল্টন, ঢাকা, মোবাঃ ০১৮৮৬ ১১৭৭২৭
সর্বস্বত্ত সংরক্ষিত: www.peoplevoicebd.com