নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ফসলের সুবাসে সুবাসিত সারা উপজেলা! বোরো ফসলের কাঙ্ক্ষিত ফলনে কৃষকরা খুবই আনন্দিত। বৈশাখ মাসের প্রথম থেকেই শুরু হয়েছে ধান কাটা উৎসব। জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ হাওর নলুয়া সহ ছোট- বড় সকল হাওরে চলছে ধান কাটা। আগামী ৩/৪ সপ্তাহের মধ্যেই নিজেদের ফসল ঘরে তুলতে সক্ষম হবেন বলে আশাবাদী কৃষকগণ।
J.H