নিজস্ব প্রতিবেদক : সাংস্কৃতিক সংগঠন অংকুরের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”- এ শ্লোগানে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের প্রান্তিক কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব ও দৈনিক সোনালী খবরের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ আলী। অংকুরের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দীন জুলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা সিও এর নির্বাহী পরিচালক সামছুল আলম, অংকুরের সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব রওনক,নাট্য ব্যক্তিত্ব আব্দুস সহীদ মিঠু, ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন ও রেডক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক মোঃ হায়দার আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশার কামড়ে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হই। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ করতে হবে। এজন্য আমাদের বাসাবাড়ি সহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকলে সচেতন হলে ডেঙ্গুর ভয়াবহতা রোধ করা সম্ভব ।
অংকুরের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা ও সঙ্গীত পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস।
সভায় বক্তাগন ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।