প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৪, ৫:২৬ এ.এম
সকল শুল্ক-কর ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহার পিঁয়াজ আমাদানির ওপর
পিপলস্ ভয়েস ডেস্কঃ
পিঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পিঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
অর্থাৎ মোট করভার ১০% হতে হ্রাস করে ০% নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এর ফলে পিঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো প্রকার শুল্ক-কর আরোপযোগ্য রইলো না। এতে পিঁয়াজ আমদানি বাড়বে। ফলে বাজারে পিঁয়াজ সরবরাহও বাড়বে এবং পিঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।
১৯/এ, নয়া পল্টন, ঢাকা, মোবাঃ ০১৮৮৬ ১১৭৭২৭
সর্বস্বত্ত সংরক্ষিত: www.peoplevoicebd.com